শীর্ষ দশে না থাকলেও আজ ঢাকার বাতাস সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। শহর এখন ফাঁকা। এরপরও আজ বুধবার বায়ুমান নিয়ে কাজ করা ওয়েবসাইট এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) বেলা ১০টার রেকর্ড অনুযায়ী, বিশ্বজুড়ে বায়ুদূষণে শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান শীর্ষ ১৩ নম্বরে। আজ বুধবার ঢাকার বায়ুমান ১১৯, যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। অর্থাৎ শিশু, বৃদ্ধ ও শ্বাসতন্ত্রের রোগ আছে এমন মানুষের জন্য আজকের বাতাস ক্ষতিকর।
আজ বায়ুদূষণে শীর্ষে আছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান ৩৩৪, যা বিপর্যয়কর বাতাসের নির্দেশক। বিশ্বজুড়ে বায়ুদূষণের দিক থেকে শীর্ষ চারে থাকা অন্য শহরগুলো হলো যথাক্রমে—নেপালের কাঠমান্ডু (২৬৪), ইরাকের বাগদাদ (১৭৭), ভিয়েতনামের হ্যানয় (১৭৬) ও ভারতের মুম্বাই(১৬৯)।