পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা ব্যাটার মার্ক চ্যাপম্যান।
নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপস ৭৩ রানের জয়ে চ্যাপম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ফিল্ডিংয়ের সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। স্ক্যানের পর জানা গেছে, তার হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার হয়েছে।
ফলে তিন ম্যাচ সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে চ্যাপম্যানকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তার জায়গায় দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটার টিম সাইফার্টকে, যিনি বুধবার হ্যামিলটনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে যুক্ত হচ্ছেন।
চ্যাপম্যান রিহ্যাবের জন্য অকল্যান্ড ফিরবেন। শনিবার মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে সুস্থ হয়ে ফিরতে পারবেন বলে আশা করছেন কোচ গ্যারি স্টেড, 'প্রথম ওয়ানডেতে বিশেষ এক ইনিংস খেলার পর চ্যাপম্যানের ইনজুরির খবর হতাশাজনক। তবে ভালো দিক হলো, তার চোট গুরুতর নয়। তাই আমরা আশাবাদী, তিনি দ্রুত রিহ্যাব সম্পন্ন করে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন।'