You have reached your daily news limit

Please log in to continue


আমরা নতুন বাংলাদেশ গড়বই, ইনশাল্লাহ: ঈদগাহে শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্য বিচারপতিগণ,উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ।

এই জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ক্বারী ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঈদ মোবারক জানিয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। যারাই যেখানে ঈদের জামাতে শরিক হয়েছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি তাঁদেরও ঈদ মোবারক। আমাদের মা-বোনেরা যারা ঘরে আছেন তাঁদেরও ঈদ মোবারক। আমাদের প্রবাসী শ্রমিকেরা যারা সারা বছর কষ্ট করেছেন আমরা জাতির পক্ষ থেকে তাঁদেরও ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছেন, রোগী, তাঁদেরও ঈদ মোবারক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন