
বিতর্কের মাঝে গুরুতর অভিযোগ নেহার বিরুদ্ধে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৯:১৫
বিদেশের মাটিতে অনুষ্ঠান করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিন ঘণ্টা দেরি করে মঞ্চে অনুষ্ঠান করতে উঠতেই একের পর এক ধেয়ে আসে কটাক্ষ। কান্নায় ভেঙে পড়েন গায়িকা। শ্রোতাদের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় তাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে।
এই ঘটনার পর নেহা একটি বিবৃতিতে জানান, তার কনসার্টের এই বিশৃঙ্খলার জন্য দায়ী আয়োজকরা। এমনকি তিনি এই অনুষ্ঠানের জন্য কোনও টাকা পর্যন্ত নেননি বলেও দাবি করেন। এবার পাল্টা বিবৃতি দিয়েছেন মেলবোর্ন কনসার্টের আয়োজকরা। নেহার অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তারা।