‘স্বপ্নের মতো’ অভিষেকের পর আব্বাসের ফোনে কয়েক হাজার মেসেজ!

যুগান্তর প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৯:১১

ওয়ানডে অভিষেকেই রেকর্ড গড়ে ফেলেছেন মুহাম্মদ আব্বাস। তাও আবার নিজের জন্মভূমি পাকিস্তানের বিপক্ষেই, নিউজিল্যান্ডের হয়ে। ওয়ানডে অভিষেকে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি এখন তারই দখলে।


শনিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে পাকিস্তানের বিপক্ষে অভিষেকে মাত্র ২৪ বলে ফিফটি হাঁকান ২১ বছরের এই অলরাউন্ডার। আব্বাস অবশ্য আউট হয়েছেন ২৬ বলে ৫২ রান করে। পরে বল হাতেও নিয়েছেন একটি উইকেট।


এদিকে এই রেকর্ডের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের মিডিয়া বিভাগের পাঠানো এক অডিওতে মুহাম্মদ আব্বাস বলেন, ‘আমার কোনো ধারণা ছিল না, ড্রেসিংরুমে কেউ একজন আমাকে বলেছিল। মনে করতে পারছি না কে বলেছিল, তবে আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও