
যে কারণে ভেঙে গিয়েছিল সালমান-ঐশ্বর্যর বিয়ে, জানালেন আরবাজ
যুগান্তর
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৩:৩৮
বলিউডের সুপারস্টার সালমান খানের বয়স ৬০ এর কোটায়। এখনও বিয়ের নাম নেই মুখে।প্রেম করেছেন রাশি রাশি। কিন্তু কোনো তরীতেই নিজেকেই ভেড়াতে পারেননি এই সুপারস্টার।
বলিউডপাড়ায় গুঞ্জন এখনও নাকি ঐশ্বরিয়া রাইকে ভুলতেই পারেননি সালমান খান।ঐশ্বর্যর সমকক্ষ কাউকে না পেয়ে বিয়ের পিড়িতে বসায় হয়নি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের।
সালমানের জীবনে ক্যাটরিনা, জারিনসহ বহু নায়িকা এসেছে। অনেকের সঙ্গে প্রেমে জড়িয়েছেন। কিন্তু ঐশ্বরিয়ার স্মৃতি ভুলতে পারছেন না তিনি।