মিয়ানমারে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ত্রাণ কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াচ্ছে: জাতিসংঘ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৩:২৩

জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক দপ্তর ওসিএইচএ জানিয়েছে, মিয়ানমারে ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর কারণে ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।


শুক্রবার মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের পার্শ্ব ঘর্ষণে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে দেশটির প্রধান প্রধান সেতু ও মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ কারণে দুর্যোগপূণ এলাকাগুলোতে প্রয়োজনীয় মানবিক ত্রাণ পাঠানো যাচ্ছে না বলে শনিবার ওসিএইচএ জানিয়েছে।


এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি বলেছে, “ইয়াঙ্গুন-নেপিদো-মান্দালয় এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে, সড়কে ফাটল ও বহু স্থান উঁচুনিচু হয়ে যাওয়ায় মহাসড়কের বাসগুলো চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।”


সংস্থাটি আরও জানায়, মিয়ানমারের মধ্যাঞ্চল ও উত্তরপশ্চিমাঞ্চলের হাসপাতালগুলো ভূমিকম্পে আহত লোকজনের স্রোতের সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। পাশাপাশি রক্তের ব্যাগ, চেতনানাশক ও অন্যান্য ওষুধের সংকট দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও