ঈদে নিরাপত্তা শঙ্কায় বেড়েছে তালা-সিন্দুক বিক্রি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ২০:৫২

ঈদুল ফিতর দোরগোড়ায়। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সবাই কমবেশি এবার একটু বেশি নিরাপত্তা শঙ্কায়। ঘরের মূল্যবান জিনিস সুরক্ষিত রাখতে সিন্দুক, ডিজিটাল লকার ও তালার চাহিদা বেড়েছে। বিক্রি বাড়ায় দামও বাড়িয়েছেন বিক্রেতারা।


শনিবার (২৯ মার্চ) রাজধানীর বনানী, বাড্ডা, কুড়িল, মিরপুর, পল্লবীসহ কয়েকটি এলাকার বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, সেফটি লকার, তালাসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা।


ব্যবসায়ীরা জানান, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তালা, লকার ইত্যাদি বিক্রি বেড়েছে। এবার ২৬ মার্চ, শবে কদরসহ আগে থেকেই লম্বা ছুটি পাওয়ায় ঢাকা ছেড়েছেন অধিকাংশ মানুষ। এখনো রাজধানী ছাড়ছেন অনেকে। তাই গত কয়েক দিন ধরে ঘরের নিরাপত্তা সংক্রান্ত পণ্যের চাহিদা ও বিক্রি বেড়েছে।


ক্রেতাদের অভিযোগ, এ সুযোগে বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। তালা, সেফটি লকার, ডিজিটাল লকার, সিন্দুক, ভল্ট ইত্যাদির দাম বেড়েছে কয়েক গুণ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও