চীনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে দেখা জরুরি: ড. ইউনূস

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১৮:০৩

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘চীনকে আমাদের ভালো বন্ধু হিসেবে দেখাটা খুবই জরুরি। আমাদের (দুই দেশের) সম্পর্ক বহু বছর ধরে খুবই শক্তিশালী। আমাদের ব্যবসা খুব জোরদার এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা থেকে আমরা উপকৃত হই।’


সম্প্রতি চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইউনূস বলেন, তিনি আশা করছেন চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন স্তরে প্রবেশ করবে। ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশে সবাই চীনের অর্জনে অনুপ্রাণিত।’ তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হলো—এক নতুন বাংলাদেশ পুনর্গঠন করা এবং বাংলাদেশের মানুষ আশা করে তাদের দেশকে উন্নয়নের ক্ষেত্রে তারা চীনের অভিজ্ঞতা থেকে শিখতে পারবে।


চীনের দারিদ্র্য বিমোচন অর্জন সম্পর্কে ড. ইউনূস বলেন, বেশির ভাগ দেশ সাধারণ মানুষের চাহিদা পূরণের চেয়ে জিডিপি প্রবৃদ্ধির ওপর বেশি মনোযোগ দেয়, কিন্তু চীন নিম্ন আয়ের গোষ্ঠীর ওপর মনোযোগ দিয়েছে। তিনি বলেন, ‘এ কারণেই চীনারা খুব দ্রুত দারিদ্র্য কমাতে খুব সফল হয়েছে।’


সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উচ্চ-স্তরের উন্নয়নের সাক্ষী হয়েছে। চীন টানা ১৫ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। বর্তমানে, প্রায় ১ হাজার চীনা কোম্পানি বাংলাদেশে কাজ করছে, যার ফলে দেশে মোট ৫ লাখ ৫০ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও