
এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১৩:৩২
নতুন রাজনৈতিক ‘বন্দোবস্তের’ আকাঙ্খা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বের উত্তরাধিকার হিসেবে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রথম মাসেই ভেতরে-বাইরে নানা প্রতিকূলতা পার করেছে।
এখন সামনের দিনগুলোতে দল গুছিয়ে নেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনে নিবন্ধন ও ভোটের প্রস্তুতি নিয়ে কাজ করছে এনসিপি।
নতুন দলের অগ্রযাত্রার পথে আলোচনা সমালোচনার মধ্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক মাসে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে নতুন দলকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল। আমরা মোটামুটি সফল হতে পেরেছি বলে মনে করি।…আমাদের কাজ থেমে নেই। সাংগঠনিক বিস্তৃতি গোছানোর কাজ চলছে।”