অনলাইন ঈদবাজার: আস্থা যতটা বেড়েছে, বিক্রি ততটা বাড়েনি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১১:২৭

প্রতিবছর ঈদে নিজের কেনাকাটা অনলাইনে সারেন ফার্মগেটের বাসিন্দা নুজাইফা ইসলাম। তবে এবার অনলাইন পেইজগুলো থেকে তিনি কিছুই কেনেননি।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের সঙ্গে আলাপচারিতায় এ শিক্ষার্থী বলেন, এবার বাড়ি থেকে কেনাকাটার টাকা আসতে আসতে অনলাইন পেইজগুলো বিক্রি বন্ধ করে দিয়েছে। ফলে শেষ সময়ে তাকে বিপণি বিতানগুলোয় দৌড়াতে হচ্ছে।


“গতবারও দুটো ড্রেস কিনেছিলাম অনলাইনে। ভালোই পেয়েছি, তাই অনলাইনে একটা আস্থা তৈরি হয়েছে। মার্কেটে ধাক্কাধাক্কিতে বিরক্ত লাগে, একটুতেই অস্থির লাগে। এবার না গিয়ে উপায় নাই। বাসায় ক্রাইসিস ছিল, আগে টাকা পাঠাতে পারেনি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও