ঈদে এনসিপির কোন নেতা কোথায় ভোটকেন্দ্রিক জনসংযোগ করবেন

প্রথম আলো প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১০:৫০

ঢাকা-১৩ সংসদীয় আসনের বিভিন্ন সমস্যার বিষয়ে সক্রিয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আকরাম হুসেইন। তাঁর উদ্যোগে তরুণদের সমন্বয়ে গঠিত বিভিন্ন দল বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা-সংকটের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তাঁরা এলাকার খাল ও মাঠ রক্ষায় মানববন্ধন করেছেন। ১৫ মার্চ আয়োজন করেছেন ইফতার মাহফিল। ঈদুল ফিতরের সময় জনসংযোগের আরও বিভিন্ন পরিকল্পনা আছে তাঁর।


আগামী নির্বাচনকে সামনে রেখে এত সব তৎপরতা শুরু করেছেন আকরাম হুসেইন। তিনি ঢাকা-১৩ আসন (মোহাম্মদপুর–আদাবর এলাকা) থেকে আগামী নির্বাচনে প্রার্থী হতে চান। এ আসনে অবস্থিত জেনেভা ক্যাম্পে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীসহ বিভিন্ন পর্যায়ে অনেকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ তৈরি করেছেন আকরাম। তিনি প্রথম আলোকে বলেন, তিনি এই আসনে নির্বাচনকেন্দ্রিক তৎপরতা শুরু করেছেন মাস দুয়েক আগে। এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও