গ্রীষ্মের সবজি ৮০ টাকার কমে মিলছে না, ঈদের আগে চড়েছে মাংসের দাম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ২১:৩০

ঈদের দুই-তিন আগে এসে গত সপ্তাহের তুলনায় গ্রীষ্মকালীন কিছু সবজির দাম বেড়েছে। গরু আর মুরগির মাংসের দামও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে।


শুক্রবার রাজধানীর মহাখালী এবং সাত তলা বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে; এসব বাজারে ৮০ টাকার নিচে মিলছে না গ্রীষ্মকালীন কোনো সবজি।


গ্রীষ্মকালীন সবজির মধ্যে গোল বেগুন আকৃতিভেদে কেজিতে ১০ টাকা বেড়ে ৯০ থেকে ১২০ টাকা, করলা কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।


বরবটি ১২০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটল ২০ টাকা বেড়ে ১০০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর মুখি ১২০ টাকা, কচুর লতি ১০০ থেকে ১১০ টাকা, সজনে ১৬০ থেকে ১৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা এবং কাঁচামরিচ প্রকারভেদে ১০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


সাত তলা কাঁচাবাজারের বিক্রেতা মো. হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রীষ্মকালীন সবজির সরবরাহ এখনও কম। এজন্য দামটা একটু বেশি। ধীরে-ধীরে বাজারে ঢুকছে। দুই-তিন সপ্তাহ পর সরবরাহ আরও বাড়লে দাম কমতে শুরু করবে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও