
দরপত্র দখলের ঘটনায় বরিশাল বিএনপিতে তদন্ত শুরু
বরিশালে বিএনপি নেতা-কর্মীদের বালুমহাল ইজারার দরপত্র দখল ও এক সেনাসদস্যকে অপহরণের অভিযোগ তদন্তে নেমেছে দলটি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট গোলাম মুহাম্মদ চৌধুরী আলাল আজ শুক্রবার বরিশালে এসে তদন্ত শুরু করেন। তিনি প্রথম দিনে ১২ থেকে ১৫ জনের সাক্ষাৎকার নিয়েছেন।
আলাল আজকের পত্রিকাকে জানান, তিনি বরিশালেই অবস্থান করছেন। তদন্তে প্রাথমিকভাবে কী পেলেন, তা জানতে চাইলে আলাল বলেন, তদন্ত শেষ হওয়ার আগে তিনি মুখ খুলতে চাচ্ছেন না। অচিরেই প্রতিবেদন দলের কাছে হস্তান্তর করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হিজলা উপজেলার একটি বালুমহাল ইজারার দরপত্র দখল ও এক সেনাসদস্যকে অপহরণের হোতা ছিলেন এ ঘটনায় গ্রেপ্তার হওয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মনির দেওয়ান। নগরের একটি হোটেলে অবস্থান করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা এ নিয়ে পরিকল্পনা করেন। এতে জড়িয়ে পড়েন অর্ধশত নেতা-কর্মী। তাঁদের মধ্যে ১১ জনের পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি।