কেমন হবে গরমকালে ঈদের দিনে সাজ

যুগান্তর প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৯:০৫

পুরো একমাস রোজার পর আসে ঈদ আর ঈদের এই একদিনকে ঘিরে আমাদের জল্পনা-কল্পনার শেষ থাকে না। এই দিনটিতে আমরা সবাই চাই যেন আমাদের একটু ভিন্ন লাগুক। অন্যদিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগুক। ঈদের আগেই আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের পোশাক এবং সাজসজ্জা নিয়ে। তাই ঈদের দিনটিতে কোন পোশাকে কেমন সাজবেন তা নিয়ে চিন্তার শেষ নেই।


এবারের ঈদ যেহেতু এপ্রিল মাসে হতে যাচ্ছে তাই বলা বাহুল্যই এবার ঈদের দিন বেশ গরম থাকার সম্ভাবনা রয়েছে। তাই এবারের ঈদে ড্রেসের কালারে প্রাধান্য পাবে সবধরনের হালকা কালার। যেমন – সাদা, অফ-হোয়াইট, ল্যাভেন্ডার, বেবি পিঙ্ক, লাইট গ্রিন বা ব্লু  ইত্যাদি।


চলুন তাহলে জেনে নেওয়া যাক ঈদের দিনে তিন বেলা কীভাবে নিজেকে সাজাবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও