৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৬:১৯

চীন ও বাংলাদেশ দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়েছে। বেইজিং বলেছে, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। পাশাপাশি বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য অর্থায়নের আশ্বাস দিয়েছে দেশটি। এ ছাড়াও আরও বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বেইজিং।


প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার চীনের নির্বাহী ভাইস-প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকেও নেতৃত্ব দেন।


বৈঠকে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে। ডিং অধ্যাপক ইউনূসকে বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দেন।’ তিনি আরও বলেন, চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি ও উন্নতি লাভ করবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও