যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

যুগান্তর প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৬:১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আসা গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন। বিষয়টি বৈশ্বিক বাণিজ্য যুদ্ধকে প্রশস্ত করবে বলে ধরনা করা হচ্ছে।


ট্রাম্প বলেছেন, এই শুল্ক আগামী বুধবার (২ এপ্রিল) থেকে কার্যকর হবে। তবে যন্ত্রাংশের ওপর কর মে মাস বা তার পরে শুরু হবে। 


বুধবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প করে এই সিদ্ধান্তের কথা জানান। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানিকারক ও মিত্র দেশগুলোকে বেশ হতাশই করেছে।


ডোনাল্ড ট্রাম্প বলেন, এই শুল্কের মাধ্যমে বিদেশি রাষ্ট্রগুলো থেকে আমাদের অর্থ ‘ফিরিয়ে আনা’ হবে। কারণ, তারা ‘আমাদের চাকরি ও আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে।’ 


ওভাল অফিসে তিনি আরও বলেন, ‘শত্রু-মিত্র নির্বিশেষে তারা আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে এবং সত্যি বলতে, শত্রুর চেয়ে বন্ধুরাই অনেক সময় বেশি খারাপ ছিল।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও