
হঠাৎ ফেইসবুক নিষিদ্ধ করল পাপুয়া নিউ গিনি
অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ, বিদ্বেষমূলক বক্তব্য ও পর্নোগ্রাফি থেকে নাগরিকদের ‘রক্ষার’ জন্য রাতারাতি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেইসবুক নিষিদ্ধ করেছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি।
দেশটির পুলিশ মন্ত্রী পিটার সিয়ামালিলি বলেছেন, সোমবার থেকে শুরু হওয়া ও মঙ্গলবার পর্যন্ত বিস্তৃত ফেইসবুক বন্ধের এ পরীক্ষাটি প্রশান্ত মহাসাগরীয় দেশটির সন্ত্রাসবিরোধী আইন ২০২৪ এর কাঠামোর আওতায় করা হয়েছে।
তিনি আরও বলেন, এ উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘দায়িত্বশীল ব্যবহার’ নিশ্চিত করা ও ‘ক্ষতিকর কনটেন্ট’ থেকে জনসাধারণকে দূরে রাখা।
পাপুয়া নিউ গিনিতে আনুমানিক দশ লাখেরও বেশি ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তাদের জন্য ফেইসবুকে প্রবেশাধিকার বন্ধ করল দেশটি।
তবে পাপুয়া নিউ গিনির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অনেকেই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফেইসবুক ব্যবহার করছেন।