বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পাল্টে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৩:৪৫

সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সড়ক, স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার বদলে গেছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম।


সড়কটির নতুন নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ।


বঙ্গবন্ধু এভিনিউসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সড়ক, ভবন, ও স্থাপনার নামও পরিবর্তন হয়েছে।


শেখ পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের নামে এসব সড়ক ও ভবনের নাম ছিল। মঙ্গলবার এক দপ্তর আদেশে সড়ক, ভবন ও স্থাপনাগুলোর নতুন নামকরণের বিষয়ে জানিয়েছে ডিএসসিসি।


ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো.রাসেল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নামকরণ সংক্রান্ত কমিটি প্রস্তাব দিয়েছিল। সে অনুযায়ী আমাদের বোর্ড সভায় তা গৃহীত হয়। এরপর সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে অনুমোদনের পর নতুন নামকরণ চুড়ান্ত করা হয়েছে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও