এআই যে তিন পেশাকে হুমকিতে ফেলবে না, জানালেন বিল গেটস

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১১:৫৬

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান আর কোনো ভবিষ্যৎ কল্পনা নয়, এটি এখন বাস্তবতা। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে গতিতে নতুনভাবে গঠন করছে। কিছু মানুষ এআইকে একটি বিপ্লবী হাতিয়ার হিসেবে দেখে, আবার অন্যরা ব্যাপক কর্মসংস্থানের সংকট নিয়ে ভয় পাচ্ছেন। তবে প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটসের মতে, এর মধ্যেও কিছু চাকরি টিকে থাকবে।


এআই যা প্রতিস্থাপন করতে পারবে না, এমন তিনটি পেশা


১. কোডার


কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত পেশাদাররা হয়তো তাঁদের চাকরি বজায় রাখতে পারবেন। যদিও এআই কোড তৈরি করতে পারে, তবে এটি এখনো সেই নিখুঁতভাবে সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারেনি, যা জটিল সফটওয়্যার নির্মাণের জন্য প্রয়োজন। গেটস বিশ্বাস করেন যে, মানুষের প্রোগ্রামারদের উপস্থিতি এখনো অত্যন্ত জরুরি, যারা কোড ডিবাগিং, উন্নতকরণ এবং এআই বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


২ জ্বালানি বিশেষজ্ঞরা


জ্বালানি খাত অত্যন্ত বিস্তৃত এবং জটিল, যা একা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হওয়া সম্ভব নয়। তেল, পারমাণবিক শক্তি বা নবায়নযোগ্য শক্তি—এগুলো সবই এমন খাত, যেখানে বিশেষজ্ঞদের অবদান অপরিহার্য। গেটস বলেন, যদিও এআই বিশ্লেষণ এবং দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে, তবে জটিল সিদ্ধান্ত গ্রহণ এবং সংকট মোকাবিলায় মানব বিশেষজ্ঞদের ভূমিকা কখনোই প্রতিস্থাপিত হবে না। সুতরাং, জ্বালানি বিশেষজ্ঞরা এই খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা অদূর ভবিষ্যতেও অপরিহার্য থাকবে।


৩. জীববিজ্ঞানী


বিশেষত চিকিৎসা গবেষণা এবং বৈজ্ঞানিক আবিষ্কারে জীববিজ্ঞানীরা যে সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি এবং সমালোচনামূলক চিন্তাধারা ব্যবহার করেন, তা এখনো এআই পূর্ণভাবে অনুকরণ করতে পারেন। এআই বিশাল ডেটা সেট বিশ্লেষণে এবং রোগ নির্ণয়ে সাহায্য করতে পারলেও এটি নতুন ধারণা তৈরিতে বা গবেষণায় মৌলিক অবদান রাখতে পারে না। গেটস মনে করেন যে, যেখানে জীববিজ্ঞানীরা চিকিৎসা উন্নয়ন এবং জীবনের জটিলতাগুলো বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে এআই একটি শক্তিশালী টুল হিসেবে থাকবে, প্রতিস্থাপনকারী হিসেবে নয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও