গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র নিহত

বিডি নিউজ ২৪ গাজা প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১১:৪৫

ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন।


হামাসের আল-আকসা টেলিভিশন বৃহস্পতিবার ভোররাতে এ খবর জানিয়েছে। ইসরায়েল ছিটমহলটিতে ফের হামলা শুরু করার পর থেকে হামাসের আরেক নেতা নিহত হলেন।


খবরে বলা হয়, জাবালিয়ায় আল-কানুয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী আর তাতেই তিনি নিহত হন। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।


গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলের পৃথক হামলায় গাজা সিটিতে অন্তত ছয়জন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন।


চলতি সপ্তাহের প্রথমদিকে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও