
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের আগে নিউ জিল্যান্ডের জন্য ধাক্কা
আইপিএলের জন্য এমনিতেই নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ নিয়মিত দলের বেশ কজন ক্রিকেটারকে পাচ্ছে না নিউ জিল্যান্ড। এর মধ্যেই এলো আরেকটি বড় ধাক্কা। চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না টম ল্যাথামও।
অনুশীলনে ব্যাটিংয়ের সময় ডান হাতের আঙুলে আঘাত পান ৩২ বছর বয়সী ক্রিকেটার। এক্স-রে করে তার আঙুলে ধরা পড়ে চিড়।
স্যান্টনারের অনুপস্থিতিতে এই সিরিজে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ল্যাথামের। তিনি ছিটকে পড়ায় পরিবর্ত অধিনায়কেরও পরিবর্ত বেছে নিতে হয়েছে দলকে। অধিনায়ক করা হয়েছে মাইকেল ব্রেসওয়েলকে।
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডের ৪-১ ব্যবধানের জয়ে নেতৃত্ব দিয়েছেন ব্রেসওয়েল। সব মিলিয়ে ১০টি টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। তবে ওয়ানডেতে তিনি টস করবেন প্রথমবার।
ল্যাথামের পরিবর্তে দলে ফিরেছেন হেনরি নিকোলস। ৩৩ বছর বয়সী অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান সবশেষ ওয়ানডে খেলেছেন গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে।
- ট্যাগ:
- খেলা
- চোট পেয়েছেন
- টম লাথাম