‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব

প্রথম আলো প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৯:১২

রাজনৈতিক পরিচয় তাঁর আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অদৃশ্য শিকল পরিয়ে রেখেছে। এর মধ্যেই গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির এক ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন। ডিসেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে। চেন্নাইয়ে টেস্ট দিয়েও ব্যর্থ হওয়ার পর তো আরও অনিশ্চয়তা!


সব অনিশ্চয়তা কেটে গেছে ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দেওয়া সর্বশেষ টেস্টের রিপোর্ট আসার পর। ৯ মার্চ সেখানে দেওয়া টেস্টের রিপোর্টে ত্রুটিমুক্ত ঘোষণা করা হয়েছে সাকিবের বোলিং অ্যাকশনকে। কাল যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বোলিং অ্যাকশন নিয়ে লড়াইয়ের কথাই বলেছেন বাংলাদেশ দলের এই ক্রিকেটার।


পরিবারের সঙ্গে কেমন সময় কাটছে?


সাকিব আল হাসান: আলহামদুলিল্লাহ ভালো সময়ই কাটছে। সবার যেমন কাটে, আমারও তেমন কাটছে।


নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন। এর মধ্যে আপনার বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠল। সমস্যাটা কেটে যাওয়ায় একটু কি স্বস্তিতে আছেন?


সাকিব আল হাসান: অবশ্যই, স্বস্তিরই তো বিষয়। এটা ভেবে ভালো লাগছে যে আমার বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা নেই।


১৫–১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম এমন প্রশ্ন। আপনার বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ, এটা শুনে প্রথমে কেমন লেগেছিল?


সাকিব আল হাসান: কেমন আর লাগবে! আমার মনে হয়েছে, গাড়িরও তো মাঝেমধ্যে পার্টস নষ্ট হয়। সেগুলো ঠিক করা লাগে। ও রকমই একটা কিছু আমারও হয়েছে, যেটা ঠিক করা লাগবে। এমন তো নয় যে সব সময়ই এই সমস্যা ছিল। কোনো কারণে এ রকম হতেই পারে। ওটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে, এই বিশ্বাসটুকু সব সময় ছিল। ওই কারণেই অত বেশি চিন্তা করিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও