ট্রেন-বাসে যাত্রীর চাপ বেশি নদীপথে ভিড় কম

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৯:১০

ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। গতকাল বুধবার ঈদ যাত্রার তৃতীয় দিন কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় ছিল। তবে বাস টার্মিনালগুলোতে চাপ বাড়লেও এখনো উপচে পড়া ভিড় তৈরি হয়নি। অন্যদিকে প্রত্যাশিত যাত্রী না নিয়েই ছাড়ছে লঞ্চ। নদীপথে গতকাল পর্যন্ত যাত্রী যথেষ্ট কম ছিল।


সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গতকাল ২৬ মার্চ মহান বিজয় দিবসের ছুটি থাকায় কর্মজীবী মানুষের একটি অংশ পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি গেছে। আজ বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস শেষ করে সরকারি চাকরিজীবীরা রাজধানী ছাড়বেন। ফলে স্টেশনে চাপ আরো বাড়বে।


যথাসময়ে ছেড়ে গেছে ট্রেন


গতকাল সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত পূর্বনির্ধারিত ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে বলে কমলাপুর স্টেশনের কর্মকর্তা ও যাত্রীরা জানিয়েছে। ধূমকেতু এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ছেড়ে গেছে যথাসময়ে। স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও যাত্রীদের ভোগান্তি ছিল না। কারণ টিকিট ছাড়া স্টেশনে অন্য কেউ ঢুকতে পারেনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও