
পোশাকশ্রমিক ও ছাত্রনেতাদের ওপর পুলিশের হামলায় সরকার দায়ী: আনু মুহাম্মদ
গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে চলমান আন্দোলনে শ্রমিক ও ছাত্রনেতাদের ওপর পুলিশের হামলার জন্য প্রধানত সরকার দায়ী বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ।
আজ বুধবার বিকেলে বকেয়া মজুরি ও ঈদের বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে গণতান্ত্রিক অধিকার কমিটির ‘মাছ-মাংস-চাল-মজুরির স্বাধীনতা চাই’ শীর্ষক সমাবেশে এ কথা বলেন আনু মুহাম্মদ।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সরকার যখন বলে, শ্রমিকের বেতন বকেয়া যে আছে, তাতে সরকার কী করবে, এইটা মালিকপক্ষের দেখার বিষয়। এটি চরম দায়িত্বহীনতার কথা। এ ধরনের কথা গত ফ্যাসিবাদী আমলে আমরা শুনে এসেছি। কিন্তু কোনো দেশের ভেতর যদি অনিয়ম হয়, কোনো কোম্পানি বেআইনি কিছু করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সরকারের। কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিককে বেতন না দেয়, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। অথচ মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে গতকাল (মঙ্গলবার) শিল্প পুলিশ যেভাবে শ্রমিক ও ছাত্রনেতাদের ওপর হামলা করেছে, তার জন্য এই সরকারই প্রধানত দায়ী থাকবে।’