
শহীদ মিনারে শেষ শ্রদ্ধার পর সন্জীদা খাতুনের মরদেহ হিমঘরে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ২২:২৪
ছায়ানট সংস্কৃতি-ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আজ বুধবার বেলা আড়াইটায় সন্জীদা খাতুনের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। অশ্রু, গান, কবিতা ও ফুলে তাঁকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে বিএসএমএমইউতে হিমঘরে নিয়ে রাখা হয়।
পরিবার সূত্র জানিয়েছে, তার অনেক পরিবার পরিজন দেশের বাইরে আছেন। তারা ফিরলে দাফন নিয়ে সিদ্ধান্ত হবে।
কিংবদন্তি সংস্কৃতি কর্মী সন্জীদা খাতুনকে শেষবারের মতো দেখতে শহীদ মিনারে হাজির হয়েছিলেন অনেকে। সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিল্পী, ঢাবির শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। ফুল হাতে লাইন ধরে দাঁড়িয়ে তাঁরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।
- ট্যাগ:
- বিনোদন
- শেষ শ্রদ্ধা
- হিমঘর
- সনজীদা খাতুন