নিজের কাজের সাফল্যে বেশি পরিচিত হওয়ার চাইতে বাবার খ্যাতির ছটায় নাম ছড়ানো অভিনেতা অভিষেক বচ্চন এক সময়ে সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চেয়েছিলেন। কারণ লাগাতার ফ্লপের যন্ত্রণা আর বইতে পারছিলেন না এই অভিনেতা।
সেই ‘ভঙ্গুর’ মানসিক অবস্থায় বাবাকে পাশে পেয়েছিলেন অভিষেক।
তবে কেবল বাবা হিসেবে নয়, একজন সহ অভিনেতা হিসেবে অভিষেককে সামনে এগিয়ে যেতে সাহস যুগিয়েছিলেন অমিতাভ।