 
                    
                    প্রথমবারের মতো ৭৫০ কোটি টাকার রেকর্ড মুনাফা অর্জন করল ইস্টার্ন ব্যাংক
প্রথমবারের মতো ৭৫০ কোটি টাকার রেকর্ড মুনাফা করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক। গত বছর ব্যাংকটি কর–পরবর্তী এই মুনাফা করেছে, যা ২০২৩ সালে ছিল ৬১১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ১৩৯ কোটি টাকা বা ২৩ শতাংশ বেড়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে, রেকর্ড মুনাফা করায় গত বছরের শেয়ারধারীদের জন্য ব্যাংকটি ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ ও সাড়ে ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২০ সালের পর এটিই ব্যাংকটির সর্বোচ্চ লভ্যাংশ। ওই বছর ব্যাংকটি নগদ ও বোনাস মিলিয়ে ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল শেয়ারধারীদের।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল মঙ্গলবার শেয়ারধারীদের লভ্যাংশ ও মুনাফার এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়। এর আগে গত সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় গত বছরের আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                