শেষবার যাবেন সন‌্জীদা খাতুন, শোকজর্জর ছায়ানট তারই অপেক্ষায়

বিডি নিউজ ২৪ ছায়ানট সংস্কৄতি ভবন প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ২২:১৭

বাঙালির সাংস্কৃতিক পরিমণ্ডলের আলোকবর্তিকা সন‌্জীদা খাতুনের মরদেহ বুধবার দুপুরে শেষবারের মত নেওয়া হবে তার হাতে গড়া ছায়নটে। সেখানেই তার প্রতি জানানো হবে শেষ শ্রদ্ধা।


তার পুত্রবধূ এবং ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।


তিনি বলেন, “উনার মরদেহ রাতে হাসপাতালের হিমঘরে রাখা হবে। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মরদেহ ছায়ানটে নেওয়া হবে।”


এরপর বেলা আড়াইটায় কফিন নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে তাকে শেষ বিদায় জানাবে সর্বস্তরের মানুষ। তবে, এর পরের কার্যক্রম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন লিসা।


৯১ বছর বয়সী সন‌্জীদা খাতুন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তিনি ভর্তি ছিলেন স্কয়ার হাসপাতালের আইসিইউতে। মঙ্গলবার বিকাল ৩টায় সেখানেই তার মৃত্যু হয়।


তার ছেলে পার্থ তানভীর নভেদ বলেন, “সন‌্জীদা খাতুন মুক্তি নিয়েছেন। কাল বুধবার বেলা সাড়ে ১২টায় ছায়ানটে তার শেষ দেখা মিলবে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও