
‘অনেক আগের মানুষ’ সন্জীদা খাতুন ছিলেন খুবই আধুনিক: চয়নিকা চৌধুরী
সদ্য প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন অনেক আগের মানুষ হলেও অত্যন্ত আধুনিক একজন মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে সন্জীদা খাতুনকে শেষবারের মতো দেখতে এসে আবেগাপ্লুত কন্ঠে এ কথা বলেন তিনি।
এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা, ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সন্জীদা খাতুন মঙ্গলবার বিকেল ৩টার পর প্রয়াত হন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
তার স্মৃতিচারণ করে চয়নিকা চৌধুরী বলেন, “উনার কথা বলতে গিয়ে আসলে বলতে পারছি না। এক কথায় যদি বলি, দেশের একটা প্রদীপ নিভে গেল। উনার সাথে সপ্তম শ্রেণি থেকে আমার সম্পর্ক। আমি ছায়ানটে ছিলাম। অনেক স্মৃতি; রিকশা করে যেতাম গান শিখতে।
“উনার কারণেই ছায়ানট প্রতিষ্ঠিত হয়, রবীন্দ্রনাথের যে গান, সেটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। প্রতিবছর রমনার বটমূলের যে রেওয়াজ (পহেলা বৈশাখে), এটা আসলে উনারই করা।”
চয়নিকা বলেন, “উনি অনেক আগের মানুষ, কিন্তু খুবই আধুনিক একজন মানুষ। সে জায়গা থেকে সারাজীবন লড়াই করে গেছেন; রবীন্দ্রনাথের পক্ষে করেছেন, ভাষার পক্ষে করেছেন, অসাম্প্রদায়িকতার পক্ষে করেছেন। সে জায়গা থেকে লড়াইটা চলবে।