ঐশ্বরিয়ার মুখ থেকে যে বাক্যটি শুনলেই দুশ্চিন্তায় পড়ে যান অভিষেক

যুগান্তর প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১৫:৫৮

প্রায় এক বছর ধরে জল্পনা চলেছিল বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। শুরুটা হয়েছিল অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর থেকে। এরপর থেকে বেশ কিছুদিন একসঙ্গে দেখা যায়নি এ দম্পতিকে। তবে মাঝে মেয়ে আরাধ্যার জন্মদিন নাকি একসঙ্গেই উদ্যাপন করেছিলেন তারা। 


এরপর আবার আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন বচ্চন দম্পতি। সেখানে জল্পনার অবসান ঘটিয়ে তারকা জুটি এই বার্তাই দেন যে, দিব্যি একসঙ্গে রয়েছেন তারা। 


বিয়ের প্রায় ১৭ বছর পার করে ফেলেছেন একসঙ্গে কিন্তু এখনো নাকি ঐশ্বরিয়ার ফোন এলেই বুক কাঁপে অভিষেকের।


সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিষেক। সেখানে নিজের সদ্য মুক্তি পাওয়া ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য পুরস্কৃত হন। আর সেই অনুষ্ঠানেই তাকে জিজ্ঞেস করা হয়, বাস্তব জীবনে কার কাছ থেকে এই চারটি বাক্য, অর্থাৎ ‘আমি কথা বলতে চাই’ শুনলে বেশ চাপেই পড়ে যান জুনিয়র বচ্চন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও