জেনারেটিভ এআই: স্মার্টফোন শিল্পের নতুন যুগ

যুগান্তর প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১২:০৮

স্মার্টফোন প্রযুক্তিতে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (জেনএআই) এক নতুন যুগের সূচনা করছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে বিশ্বব্যাপী বিক্রিত স্মার্টফোনের এক-তৃতীয়াংশে থাকবে জেনএআই প্রযুক্তি। ৪০ কোটি ইউনিটের বেশি স্মার্টফোনে এ উদ্ভাবনী ফিচার যুক্ত হবে।


জেনারেটিভ এআই স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীরা আগের চেয়ে আরও বুদ্ধিমান, স্বয়ংক্রিয় ও কার্যকরী অভিজ্ঞতা পাবেন। উন্নত চিপসেট ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) বিকাশের ফলে প্রিমিয়াম স্মার্টফোনে এটি ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সাল থেকে মিড-রেঞ্জ স্মার্টফোনেও দ্রুত এ প্রযুক্তির প্রসার ঘটবে। এআই প্রযুক্তির দ্রুত বিকাশ স্মার্টফোন শিল্পে ব্যাপক পরিবর্তন আনছে। এটি শুধু ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করছে না, বরং এআই-ভিত্তিক অ্যাপ ও পরিষেবার ব্যবহারও বৃদ্ধি করছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও