
ট্রাম্প-মাস্ক সম্পর্কের জেরে ইউরোপে টেসলার বিক্রি কমেছে ৪৫ শতাংশ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১১:৩৩
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক এবং তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইউরোপে টেসলার বিক্রি ব্যাপকভাবে কমেছে। জানুয়ারিতে ইউরোপে ৯ হাজার ৯৪৫টি গাড়ি বিক্রি করেছে টেসলা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ কম। ২০২৪ সালের জানুয়ারিতে ১৮ হাজার ১৬১টি বিক্রি করে টেসলা।
গবেষণাভিত্তিক প্ল্যাটফর্ম জেটো ডাইনামিকসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য, নরওয়ে, সুইজারল্যান্ড ও ইউরোপের ২৫টি দেশে ১৬ হাজারেরও কম গাড়ি বিক্রি করেছে টেসলা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪ শতাংশ কম। এর ফলে গত মাসে টেসলার বাজার শেয়ার ৯ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে, যা গত পাঁচ বছরের মধ্যে ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন। ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টেসলা
- ট্রাম্প প্রশাসন