রমজানের বাজার: স্বস্তি ও অস্বস্তির দোলাচলে ক্রেতারা

বণিক বার্তা ড. জাহাঙ্গীর আলম প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১১:১৮

এবারের রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি সীমিত। কিছু পণ্যের দাম স্থিতিশীল। বেড়েছে কিছু পণ্যের দাম। শাকসবজির দাম অনেকটা কম। চিনি, ডাল, ছোলা, বেসনের দাম স্থিতিশীল। ক্ষেত্রবিশেষে কমেছে কেজিতে ৫-১০ টাকা। তবে চালের দাম বেড়েছে। তেলের দামেও ঊর্ধ্বগতি। খেজুরের দাম অনেক উঁচুতে স্থির রয়েছে। ফলের দাম বেশি। লেবু, শসা ও বেগুনের দাম আকাশচুম্বী। বিভিন্ন পণ্যের বাজারদরে অনেকটা স্বস্তি এবং অস্বস্তির দোলাচলে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষ।


এবারের রমজান শুরু হয়েছে শীতের শেষে। বাজারে শীতকালীন সবজির বিপুল সমারোহ ছিল। গত বন্যার পর মূল্যবৃদ্ধির কারণে দেশের কৃষকরা সবজির চাষ বাড়িয়েছেন। উৎপাদন ভালো হয়েছে। ফলে শাকসবজির দাম দ্রুত হ্রাস পেয়েছে। তার সঙ্গে দ্রুত কমেছে আলু ও পেঁয়াজের দামও। এ দুটো পণ্য আমদানি হয়েছে। উৎপাদনও ভালো হয়েছে। এখন উৎপাদন মৌসুম। তাই দাম কমেছে। এতে উৎপাদনকারী কৃষকদেরই সাফল্য বেশি। তবে উৎপাদন খরচেরও অনেক কম দামে এখন কৃষকদের শাকসবজি, আলু, পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। এটা তাদের জন্য অস্বস্তির বিষয়। কিন্তু বাজারে দাম কম থাকায় অনেকটা স্বস্তিতে আছেন ভোক্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও