চীনে ৯ কোটি ৯০ লাখ ডলারের নতুন ক্লিন এনার্জি বা পরিবেশবান্ধব শক্তি তহবিলের ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল।
সোমবার চীনের সঙ্গে পরিবেশবন্ধব নতুন এক শক্তি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে অ্যাপল, যা কোম্পানিটির প্রধান নির্বাহী টিম কুকের বেইজিং সফরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এক বিবৃতিতে অ্যাপল বলেছে, চীনে নিজেদের পরিবেশবান্ধব শক্তির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে তারা।