
কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন,'ঈদ মোবারক'
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১৩:৩৪
যাত্রাবাড়ী থানার অটোরিকশার চালক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।
বিচারকের রিমান্ডের আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে সবার উদ্দেশে পলক বলেন ‘ঈদ মোবারক’।
সকালে কড়া নিরাপত্তায় পলককে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
তিনি বলেন, “এই আসামি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত। তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। সাতদিনই রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।"