গ্রাহকের দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা ইসলামী লাইফ

প্রথম আলো প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১২:৪২

গ্রাহকের বিমা দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইতিমধ্যে তারা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। কুমিল্লায় ২০ শতক জমি বিক্রি করে প্রতিষ্ঠানটির বকেয়া দাবি নিষ্পত্তির লক্ষ্যে এ অনুমোদন দেওয়া হয়েছে। ১২ মার্চ ২০২৫ তারিখে আইডিআরএর চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০ জানুয়ারির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয় পদ্মা লাইফ।


আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।


কুমিল্লা সদর থানার বাটাবাড়িয়া মৌজায় অবস্থিত এ জমির বিবরণ এ রকম—সিএস খতিয়ান নম্বর-৪, এসএ খতিয়ান নং-৯, বিআরএস খতিয়ান নং-৫৯, সিএস এবং এসএ প্লট নং-৫০/৪ এবং বিআরএস প্লট নং-৪৪০। মোট ২০ শতক জমি ১ কোটি ৯০ লাখ টাকায় বিক্রি করে দাবিদারদের পাওনা পরিশোধের জন্য তহবিল সংগ্রহ করবে পদ্মা লাইফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও