
এনআইডি সংশোধন: ৩ মাসে নিষ্পত্তি ‘পৌনে ৩ লাখ’ আবেদন
তিন মাসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রায় পৌনে তিন লাখ আবেদন নিষ্পত্তি করার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য দেন।
তিনি বলেন, "আমরা ৩ লাখ ৭৮ হাজার আবেদন তিন মাসের ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে সম্পন্ন করার একটি বিষয় বলেছিলাম। ১৬ মার্চ পর্যন্ত আমরা দুই লাখ ৭৮ হাজার আবেদন নিষ্পত্তি করতে পেরেছি আগের আবেদনসহ।”
এর মধ্যে আরও ৩ লাখের মত আবেদন জমা হওয়ার তথ্য দিয়ে হুমায়ুন কবীর বলেন, “যেগুলো আবেদন পেন্ডিং আছে, সেগুলো আগামী ছয় মাসের (সেপ্টেম্বরের) মধ্যে ক্লিয়ার করতে হবে।
“আগে ভোটার নিবন্ধনের কাজ শেষ হোক। নিবন্ধনের কাজটা কমে এলে আমরা পুরো মনযোগ সেখানে দিতে পারব।"
গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার সপ্তাহ দুয়েক পর গত ১৯ ডিসেম্বর এনআইডি ডিজি সাংবাদিকদের বলেছিলেন, তিন মাসের মধ্যে ঝুলে থাকা পৌনে চার লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হবে।