মা তুলেছে ছবি, বাবার সঙ্গে কেক কেটেছে বীর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১৬:২৬

বীরের এ বছরের কেকটির আদল গাড়ির মতো। গত ২১ মার্চ চার পেরিয়ে পাঁচ বছরে পা রেখেছে সে। বাবা শাকিব খানের সঙ্গে কেক কেটেছে সে। একবাড়িতে না থাকলেও দূর থেকে দ্বিতীয় পক্ষের ছেলে শেহজাদ খান বীরকে আগলে রেখেছেন অভিনেতা শাকিব খান।


গতরাতে বাপ-ছেলের কেক কাটার ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শবনম বুবলী। একবাক্যে লিখেও দিয়েছেন, ‘বাপ-ছেলের ভালোবাসার কোনো সীমানা নেই।’ সঙ্গে এও জানিয়েছেন, দেরিতে পোস্ট করতে হলো ছবিগুলো! কারণ? হয়তো নতুন সিনেমা মুক্তি উপলক্ষে বেশ ব্যস্ত সময় যাচ্ছে বীরের মা, বাবা দুজনেরই। যদিও এখনও সেই অর্থে প্রচারণা শুরু করেননি দুজনার কেউই।


পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শেহজাদ খান বীরের বাবা শাকিব খানের ‘বরবাদ’ ও মা শবনম বুবলীর ‘জংলি’ নামের দুটি সিনেমা। বাবার নায়িকা ভারতের ইধিকা পাল, আর মায়ের নায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে বেরিয়েছে বীরের বাবা-মা দুজনার সিনেমার গানও। এখন কেবল ঈদের অপেক্ষা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও