মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি

যুগান্তর প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১২:২৪

বিনোদন জগতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন। এবং বাংলা গানের জগতে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। এবার এ সংগীতশিল্পীর সংগীতযাত্রায় প্রথমবারের মতো তার সঙ্গী হলেন বড় মেয়ে রোদেলা।


‘কেন’ শিরোনামের একটি স্যাড-রোমান্টিক ঘরানার গানে মা ও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। গানটি একটি মিউজিক ভিডিওর জন্য নির্মিত হয়েছে। আজ বৃহস্পতিবার রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা ও মেয়ে দুজনেই।


এ বিষয়ে সংগীতশিল্পী ন্যান্সি বলেন, গানটি আমি প্রথমে একাই করার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করা যায়। এতে এক অন্যরকম মাত্রা পাবে। ওকে গাইয়ে দেখলাম, বেশ ভালো লাগল। তিনি বলেন, এটা আমাদের প্রথম গান, তাই আমি খুবই আনন্দিত ও গর্বিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও