
রোজায় রক্ত সঙ্কট
দশ বছর বয়সী মেহরিমা থ্যালাসেমিয়ায় আক্রান্ত; প্রতি ২৫ দিন পর তাকে এক ব্যাগ রক্ত দিতে হয়। কিন্তু রক্তদাতা না পেয়ে তার বাবা শহীদুল ইসলাম গত বুধবার ঢাকার শান্তিনগরে কোয়ান্টাম ব্লাড ব্যাংকে যান রক্তের খোঁজে।
পেশায় ইলেকট্রিশিয়ান শহীদুল ইসলাম থাকেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। তবে মেহরিমা তাদের গ্রামের বাড়ি ভোলায় মায়ের সঙ্গে থাকে। রক্ত দিতে ঢাকায় এসেছে সে।
শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছরের অন্য সময় সহজেই রক্তদাতা পান তিনি। কিন্তু রোজার সময় ‘ডোনার’ পাওয়া কঠিন হয়ে যায়।
“আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা পরিচিতদের কাছ থেকে রক্ত নিতাম। তাদের নিয়া হাসপাতালে গিয়া রক্ত দিলে আমার খরচটা একটু কম লাগে। কিন্তু রোজার মাসে তারা রক্ত দিতে চায় না। মানুষ রোজা রেখে ক্লান্ত হয়ে পড়ে। এজন্য ব্লাড ব্যাংকে আসছি, উনারা কোনোভাবে জোগাড় করে দেন।”
ঢাকার বিভিন্ন ব্লাড ব্যাংকে কথা বলেও একই চিত্র পাওয়া গেল। রোজা আসার পর রক্তাদাতার সংখ্যা অনেক কমে গেছে। চাহিদা অনুযায়ী রক্ত সরবরাহ করতে না পেরে বিপাকে আছেন তারাও।