
শারীরিক হেনস্তার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী অবনীত
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১৯:৫৬
বর্তমানে বলিউডে পরিচিত মুখ অভিনেত্রী অবনীত কৌর। ছোটবেলা থেকেই অভিনয় করছেন। তবে এই পর্যন্ত পৌঁছাতে বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে। জনসমক্ষে এক পরিচালকের খারাপ আচরণ সহ্য করতে হয়েছিল অবনীতকে। আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার। সেই ঘটনাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
সেই সময়ে অবনীতের বয়স মাত্র ১১ অথবা ১২। একটি ছবিতে স্বগতোক্তি (মোনোলগ) দেওয়া হয় অভিনেত্রীকে। সেখানে নাকি কিছু কঠিন শব্দ বলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল, খানিক তোতলাতে দেখেই রাগে ফেটে পড়েছিলেন পরিচালক।
অবনীত বলেছেন, ‘আমাকে খুব কঠিন একটি স্বগতোক্তি বলতে দেওয়া হয়েছিল। বেশ কিছু কঠিন শব্দ বলতে হয়েছিল। আমার বয়স তখন মাত্র ১১ বা ১২। ভয় পেয়ে গিয়েছিলাম। সংলাপটি বলতে গিয়ে থতোমতো খেয়ে যাচ্ছিলাম। তখন মাইক অন করে খুব রূঢ় ভাবে কথা বলতে শুরু করেন পরিচালক।’