
টেসলা ভাঙচুরকারীদের ২০ বছরের কারাদণ্ড হতে পারে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১৯:৫২
টেসলার একাধিক ডিলারের শোরুম ভাঙচুরকারীদের ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে উল্লেখ করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল।
বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি কোম্পানি টেসলাকে লক্ষ্য করে ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত তিন আসামির ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ভাঙচুরের ঘটনায় টেসলা গাড়ি, ডিলারশিপ ও চার্জিং স্টেশনগুলোর ক্ষতির বিষয়টিকে ‘ঘরোয়া সন্ত্রাসবাদ’ বলেও বর্ণনা করেছেন বন্ডি। এর আগে তিন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তার ও অভিযোগপত্র গঠনের কথা ঘোষণা করেছিলেন সরকার পক্ষের আইনজীবীরা।