
ঈদযাত্রায় লক্কড়-ঝক্কড় গাড়ি মেরামতের হিড়িক
উৎসব এলেই বিপুল সংখ্যক মানুষ প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ছুটে যায় গ্রামের বাড়িতে। এতে যানবাহনের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। আর এই সুযোগে মহাসড়কগুলোতে বেড়ে যায় ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য। পুরোনো লক্কড়-ঝক্কড় গাড়িতে রং মাখিয়ে নামানো হয় সড়কে। ফিটনেসবিহীন এসব গাড়ি রাস্তায় বিকল হয়ে তৈরি হয় যানজট। এতে ঘরমুখো মানুষ পড়েন ভোগান্তিতে।
এবারও আসন্ন ঈদকে সামনে রেখে পুরোনো ও ফিটনেসবিহীন গাড়ির মেরামতের হিড়িক পড়েছে। পুরাতন এসব গাড়িগুলোকে নতুন রূপ দিতে মেকানিক ও ওয়ার্কশপে চলছে সাজসজ্জার কাজ। বাস চালকরাও স্বীকার করলেন ঈদ উপলক্ষে গাড়িগুলো মেরামত করা হচ্ছে।
গত এক মাস ধরে টাঙ্গাইলে গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলো ব্যস্ত সময় পার করছে। সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলছে গাড়ি মেরামতের কাজ। প্রকাশ্যে এসব গাড়ি মেরামতের কাজ চললেও যেন দেখার কেউ নেই। পুরোনো ও ফিটনেসবিহীন গাড়ির কারণে মহাসড়কে যানজটের আশঙ্কাও করা হচ্ছে। তবে পুলিশ বলছে এ বছর ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলতে দেওয়া হবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টাঙ্গাইলের পলিটেকনিক থেকে শুরু করে এলজিইডির মোড় পর্যন্ত অবস্থিত একাধিক গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠানে চলছে এমন কর্মযজ্ঞ। কেউ দুর্ঘটনায় বেঁকে যাওয়া গাড়ি ঝালাই দিয়ে মেরামত করছেন। আবার কেউ কেউ বহু বছরের পুরোনো গাড়ির গায়ে রং লাগিয়ে নতুন রূপে সাজাচ্ছেন। গাড়ির ইঞ্জিনেও কাজ করছেন অনেকেই। পুরো গাড়িই অনেককে মেরামত করতে দেখা গেছে। মূলত ঈদে যাত্রীদের দৃষ্টি কাড়তে এই আয়োজন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মেরামত
- ফিটনেসবিহীন গাড়ি
- ঈদযাত্রা