
মব জাস্টিস: ৭ মাসে নিহত ১১৯, ৬ মাসে পুলিশের ওপর হামলা ২২৫
গত সাত মাসে (ফেব্রুয়ারি পর্যন্ত) দেশে গণপিটুনির ঘটনা ঘটেছে অন্তত ১১৪টি। এতে নিহত হয়েছেন ১১৯ জন। শুধু যে জনতা মব জাস্টিসের শিকার হচ্ছে তা নয়, বাদ যাচ্ছে না পুলিশ কিংবা বিদেশি নাগরিকেরাও। গত ছয় মাসে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে ২২৫টি।
এ তথ্য মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও পুলিশ সদর দপ্তরের। এসব পরিসংখ্যানের বাইরেও সড়কে বিভিন্ন সময় পুলিশ সদস্যদের সঙ্গে বিরূপ আচরণের ঘটনাও ঘটেছে। অযাচিত আক্রমণের শিকার হয়েছেন দায়িত্বরত অবস্থায়।
গত কয়েক দিনে ঘটা কয়েকটি ঘটনা
গত ১৮ মার্চ রাত ১১টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে ‘মব’ তৈরি করে গণপিটুনি দেওয়া হয় এক কিশোরকে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করতে ঘটনাস্থলে যায় পুলিশ। তাকে আটক করে পুলিশের গাড়িতে নেওয়ার পথে খিলক্ষেত বাজারে স্থানীয় জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। এসময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে জনতা। এ ঘটনায় খিলক্ষেত থানার ইন্সপেক্টর তদন্তসহ আটজন আহত হন।
গত ২৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকার আউটার রিং রোডে মোটরসাইকেল আরোহী দুই যুবককে তল্লাশিচৌকিতে থামার জন্য ইশারা দেন দায়িত্বরত পুলিশ সদস্য। এর কিছুক্ষণ পর ১০-১৫ জন এসে ‘ভুয়া পুলিশ’ অপবাদ দিয়ে এসআই ইউসুফ আলীকে মারধর শুরু করেন। ছিনিয়ে নেওয়া হয় সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মব জাস্টিস