হিমেল বাতাসে কাঁপছে কুড়িগ্রামের চরবাসী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৫০
কাগজে-কলমে কুড়িগ্রাম জেলায় শৈত্যপ্রবাহ শুরু না হলেও হিমেল বাতাস, ঘন কুয়াশা আর রাতভর বৃষ্টির মতো ঝরা শিশিরে জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন।
এই শীতের প্রভাবে সবচেয়ে বেশি কষ্টে আছেন কুড়িগ্রামের ১৬টি নদীর চরাঞ্চলের বাসিন্দারা। কনকনে ঠান্ডার দাপাটে তারা ঘরবন্দি হয়ে পড়ছেন। দেখা দিয়েছে শীতবস্ত্রের সংকট।
এর মধ্যে বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শৈত্যপ্রবাহ