প্রিয়াঙ্কার নাভিতে ৩ কোটি টাকার হীরা, পোশাকের দাম কত ছিল

প্রথম আলো প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ২১:০৭

গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন স্টেটমেন্ট সব সময় চর্চায় উঠে আসে। এবার সম্পূর্ণ অন্য লুকে ধরা দিয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’। তবে এদিন সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর নাভির উজ্জ্বল এক টুকরা হীরা।


সম্প্রতি নিজের দেশে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর নানান ভিডিও ও ছবি এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। দীর্ঘদিন ভারতীয় ছবি থেকে দূরে আছেন তিনি। তবে এবার দক্ষিণের খ্যাতনামা চিত্রপরিচালক এস এস রাজামৌলির ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা। এই ছবির কারণে মুম্বাইয়ে এসেছেন অভিনেত্রী। আর তখনই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছেন তিনি।


প্রিয়াঙ্কা পুরোপুরি স্টাইলিশ আন্দাজে ধরা দিয়েছেন। তাঁর পরনে ছিল দামি ব্র্যান্ডের আকর্ষণীয় কো-অর্ড সেট। সাদা-কালো এই কো-অর্ড সেটের সঙ্গে কালো রঙের ক্রপ ট্যাংক টপ প্রিয়াঙ্কার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছিল। জানা গেছে, এই বিটাউন তারকার পরনের ডিয়োর ব্রান্ডের কো-অর্ড সেটটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
তবে এদিন প্রিয়াঙ্কার এই ব্র্যান্ডেড পোশাককে ছাপিয়ে গেছে তাঁর নাভির জ্বলজ্বলে হীরা।


ক্রপ টপ পরার কারণে প্রিয়াঙ্কার নাভির এই হীরা সবার নজর কেড়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই হীরার দাম তিন কোটি টাকা বলা হচ্ছে। উজ্জ্বল হীরাটি প্রিয়াঙ্কার স্টাইল স্টেটমেন্টকে এদিন অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। পোশাকের সঙ্গে হালকা অলংকার বেছে নিয়েছিলেন তিনি। তাঁর কানে দেখা গেছে সোনালি হুপ কানের দুল, হাতে ব্রেসলেট, আর আঙুলে আংটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও