You have reached your daily news limit

Please log in to continue


৪৪ বলে সেঞ্চুরি আর ২০৫ রানের লক্ষ্যে ১৬ ওভারে জয়, নাওয়াজ ও পাকিস্তানের যত রেকর্ড

ম্যাচ-সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাসান নাওয়াজ বললেন, “আমার মনে শুধু একটাই ভাবনা ছিল যে, আন্তর্জাতিক ক্রিকেটে আমাকে প্রথমে এক রান করতে হবে… এরপর আমি নির্ভার অনুভব করলাম এবং চাপ কমে গেল।” আগের দুই ম্যাচে শূন্য রানে ফেরার পর এবার এক রান নিয়ে এই ওপেনার এতটাই নির্ভার হয়ে গেলেন যে, তার ব্যাটে পিষ্ট হলো নিউ জিল্যান্ড। খুনে ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানকে জেতালেন তিনি। ওলট-পালট হলো রেকর্ড বই।

অকল্যান্ডে শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখে পাকিস্তান। ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলে সফরকারীদের নায়ক ২২ বছর বয়সী নাওয়াজ।

এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচের কিছু রেকর্ড

১৬

নিউ জিল্যান্ডের ২০৪ রান ১৬ ওভারেই পেরিয়ে যায় পাকিস্তান। এই সংস্করণে এত দ্রুততায় দুইশ বা এর বেশি রান তাড়া করে জিততে পারেনি আর কোনো দল। আগের দ্রুততম ছিল ১৭.৪ ওভার, ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রান টপকে ৮ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

এই সংস্করণে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। ২০২১ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৮ রানের লক্ষ্য তাড়ায় জয় দলটির রেকর্ড।

টি-টোয়েন্টিতে দুইশ বা এর বেশি রানের পুঁজি গড়ে এই নিয়ে চারবার হেরে গেল নিউ জিল্যান্ড। এর তিনবারই অকল্যান্ডের ইডেন পার্কে, অন্যটি ওয়েলিংটনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন