ঈদের আগেই বাস টার্মিনালের ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ২০:৪৮

ঈদযাত্রায় বাস কাউন্টার থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং চালকেরা যেন নিরাপদে গাড়ি চালনা করে সেই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন।


আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে এসব নির্দেশনা দেন বিআরটিএ চেয়ারম্যান।


এ সময় তিনি বলেন, সিটি করপোরেশনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে টার্মিনালের অভ্যন্তরে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, ময়লা আবর্জনা পরিষ্কার করা, টার্মিনাল অভ্যন্তরে পানি জমা বন্ধ করা ও খানাখন্দ মেরামত করার বিষয়গুলো ঈদের পূর্বে দ্রুত সমাধান করতে হবে।


তিনি আরও বলেন, টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার আগে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মাইকের মাধ্যমে প্রচার করতে হবে। যাতে করে যাত্রীরা সঠিক গাড়িতে উঠতে পারেন। একই সঙ্গে টার্মিনাল থেকে কোন গাড়ি বের হচ্ছে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন বুঝতে পারেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও