
ব্যান্ড গড়েছেন এলআরবির রোমেল, তাদের কণ্ঠেই ফিরবেন আইয়ুব বাচ্চু
আইয়ুব বাচ্চু নেই প্রায় সাত বছর। বাচ্চুর প্রয়াণের সাথে সাথে তার হাতে গড়ে ওঠা ব্যান্ড ‘এলআরবি’র কার্যক্রমও থমকে যায়। এলআরবি আর আইয়ুব বাচ্চুর ভক্তরা ইউটিউবসহ নানা মাধ্যমে তার এবং এলআরবির জনপ্রিয় গানগুলো শোনেন এখনো আগের মতোই মুগ্ধতা নিয়ে।
লম্বা সময় পর আশাজাগানিয়া খবর হচ্ছে এলআরবি ব্যান্ডের সাবেক ড্রামার রোমেল আবির্ভূত হচ্ছেন নতুন ব্যান্ড নিয়ে, যাদের উদ্দেশ্য হচ্ছে আইয়ুব বাচ্চুর গানগুলোকে কণ্ঠে ধারণ করার মাধ্যমে বাঁচিয়ে রাখা।
‘রোমেল অ্যান্ড ফ্রেন্ডস’ দলটি আসছে ঈদেই ‘পাপি’ নামের নতুন এক গান নিয়ে হাজির হচ্ছেন। গানটি তারা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করবেন।
দলনেতা রোমেল বলেছেন, আইয়ুব বাচ্চুকেই অনুপ্রেরণা ধরে, তিন গিটার নিয়ে পারফর্ম করার সেই স্টাইল ধরেই চলবে তাদের কার্যক্রম।
“আমাদের ব্যান্ডের লাইনআপ তৈরি হয়েছে অনেক আগেই, ঘোষণা করেছি কিছুদিন আগে। এলআরবি নিয়ে তো এখন আর কিছু হচ্ছে না। বসের (আইয়ুব বাচ্চু) গানগুলো করার জন্যই ব্যান্ডটি তৈরি করেছি। পাশাপাশি নিজেদের নতুন গানও থাকবে,” এভাবেই নিজেদের উদ্দেশ্যটা জানান দিলেন রোমেল।
- ট্যাগ:
- বিনোদন
- ব্যান্ড দল
- আইয়ুব বাচ্চু